পলাতক নেতার রিমোট কন্ট্রোল আহ্বানে এদেশে আন্দোলন হবে না: কাদের

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বিএনপির আন্দোলনের কথা উল্লেখ করে বলেছেন, বিএনপির সরকার হটানোর আন্দোলনের কথা ১৪ বছর ধরে শুনে আসছি। সরকারকে হটানোর জন্য দেশের জনগণকে নিয়ে আন্দোলন করার কথা। কিন্তু গত ১৪ বছরে তারা তাদের নেত্রীর মুক্তির জন্য একটি দৃশ্যমান মিছিলও করতে পারেনি, রাজপথে একটি বিক্ষোভও দেখাতে পারেনি।

শনিবার দুপুরে টঙ্গীর মিলগেট এলাকায় হাউজবিল্ডিং থেকে চেরাগ আলী কলেজগেট পর্যন্ত ৪.৫০ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলমান নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, বিদেশে পলাতক কোনো নেতার রিমোট কন্ট্রোল আহ্বানে বাংলাদেশের জনগণের সম্পৃক্ততায় এদেশে আন্দোলন হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিএনপি বহু চেষ্টা করেছে, আন্দোলন যাকে বলে এখন পর্যন্ত অ্যাকশনে তারা সেটা প্রমাণ করতে পারেনি।

এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব আমিনুল্লাহ নূরী, সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মো. ইসহাক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী ফেরদৌস ও বিআরটির প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম খান প্রমুখ।