পল্টনে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টনে বাসের ধাক্কায় মো. জসিম মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার সকাল ৬টা দিকে পল্টন থানার জোনাকি হল সংলগ্ন গাজী ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। মো. জসিম মিয়ার বাড়ি ফেনী জেলায়। তার বাবার নাম মন্টু মিয়া। পল্টনে তার চায়ের দোকান রয়েছে।

পল্টন থানার এসআই ওয়াহিদুজ্জামান বলেন, সকাল ৬টার দিকে পল্টনের জোনাকি হল সংলগ্ন গাজী ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় জসিম মিয়া গুরুতর আহত হন। এ সময় তার স্ত্রী কোহিনুর বেগম তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।