নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টন থানা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে মহানগর নাট্যমঞ্চের ভিতরের উত্তর পুকুর পাড় থেকে তাদের আটক করে পল্টন থানা পুলিশ।
আটককৃতরা হলেন- সুমন (২০), আলমগীর (৩৭), মঞ্জুর আলী (২৮), বাবুল তালুকদার (৪০), আপেল (২০) ও রানা মিয়া (৩০)।
ঢাকা মহানগর পু্লিশের উপকমিশনার মাসুদুর রহমান জানান, তারা ডাকাতির চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ একটি চাপাতি ও দুইটি ছোরা উদ্ধার করা হয়।