পল্লবীতে থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবী থানা এলাকার মিরপুর ১২-এর একটি ক্লাব থেকে মাদকাসক্ত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর পৌনে ১টার দিকে মিরপুর ১২ নম্বরের ৬ নম্বর রোডের ই ব্লকের ৭৭ নম্বর বাড়ি থেকে মো. আকাশ (২৪) নামে ওই যুবকের লাশ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। আকাশের বাবার নাম পারভেজ হোসেন। তিনি নৈশ্যপ্রহরী হিসেবে কাজ করেন। বাড়ি নীলফামারী জেলায়।

পল্লবী থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম জানান, ৭৭ নম্বর বাড়িতে প্রতিশ্রুতি নামের একটি ক্লাব রয়েছে। সেখানে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ওই যুবক মাদকাসক্ত ছিল তার পরিবার জানিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভারসাম্যহীনতার কারণে সে আত্মহত্যা করতে পারে।

যুবকের মৃত্যুর কারণ জানতে লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।