
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবী থেকে অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী জসিম উদ্দীন ওরফে বোমা জসিমকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া।
তিনি জানান, রোববার দিবাগত রাতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বোমা জসিম তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাকে অনেকদিন ধরে খুঁজছিল র্যাব। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।