পল্লবী থেকে গ্রেপ্তার জঙ্গি দুই সদস্যের চার দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবী থেকে গ্রেপ্তার জঙ্গি তামিম-সারোয়ার গ্রুপের দুই সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুনানি শেষে মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- আতিকুর রহমান ওরফে মিলন (২১) এবং খাদেমুল ইসলাম ওরফে খাদেম (২৮)।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের এএসপি উনু মং আসামিদের আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনে আশুলিয়া থানায় দায়ের করা মামলায় দশ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিরা জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত। এদের সংগঠনের যে সব সদস্য জিহাদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তাদের আশ্রয়দাতা এরা। আসামিরা দেশকে অস্থিতিশীল করে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করে। মামলার মূল রহস্য উদঘাটন, মূল হোতাসহ জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার উদ্দেশ্যে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। সেজন্য তাদের দশ দিনের রিমান্ড মঞ্জুর করার প্রার্থনা করছি।

শুনানি শেষে আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, সোমবার রাতে রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে জেএমবির অর্থের যোগানদাতা এই দুইজনকে গ্রেপ্তার করে র‌্যাব।