পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ- ২০১৬ আইন আকারে জারি

সচিবালয় প্রতিবেদক : পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ- ২০১৬ আইন আকারে জারি করা হয়েছে। আইনে পরিণত করতে ভেটিংয়ের জন্য এটি এখন আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে গত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটির খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।