পশ্চিম তীরে ৩ হাজার বসতি নির্মাণ করবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে আরো তিন হাজার নতুন বাড়ি বানানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার দুই সপ্তাহের মধ্যে মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ‘প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান ও প্রধানমন্ত্রী বেনিয়য়ামিন নেতানিয়াহু জুদিয়া-সামারিয়া এলাকায় নতুন করে আরো তিন হাজার বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

২০ জানুয়ারি ট্রাম্পের শপথ নেওয়ার পর অধিকৃত পূর্ব জেরুজালেমে ৫৬০টি এবং পশ্চিম তীর ২ হাজার ৫২টি নতুন বাড়ি নির্মাণের বিষয়টি অনুমোদন দিয়েছে ইসরায়েল। তেল আবিবের এই নতুন বসতি নির্মাণ ঘোষণার বিষয়ে নিরব থেকে হোয়াইট হাউস বুঝিয়ে দিয়েছে তারা এ বিষয়ে ওবামা প্রশাসনের নীতি থেকে সরে এসেছে।

ইসরায়েলকে শক্তভাবে সমর্থণ দেয়ার ঘোষণার সুবাদে নেতানিয়াহু দ্রুত একের পর এক বসতি নির্মাণের ঘোষণা দিয়ে যাচ্ছেন। গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা বসতি নির্মাণ করছি এবং এটি অব্যাহত রাখব।’