
পশ্চিম সুদানের মাররা পর্বতমালা এলাকায় ভয়াবহ ভূমিধসে অন্তত এক হাজার মানুষের প্রাণহানি হয়েছে। টানা ভারি বর্ষণের পর রবিবার একটি গ্রাম ধসে পড়ে এবং পুরো গ্রামটি মাটির সঙ্গে মিশে যায়। বেঁচে আছেন কেবল একজন ব্যক্তি। তবে তার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি গণমাধ্যমগুলো।
ওই অঞ্চল বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি (এসএলএম/এ)-এর নিয়ন্ত্রণে। গোষ্ঠীর নেতা আবদেলওয়াহিদ নূর জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী গ্রামের প্রায় সব বাসিন্দাই মারা গেছেন। নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরাও রয়েছেন।
ঘটনাস্থলের দৃশ্যে দেখা যায়, স্থানীয়রা মাটিতে বসে আছে, চারপাশে তাদের সামান্য কিছু মালপত্র ছড়িয়ে রয়েছে। কেউ কেউ টিন ও কাপড় দিয়ে বানানো অস্থায়ী ছাউনির নিচে আশ্রয় নিয়েছেন, আবার অনেকেই খোলা আকাশের নিচে অবস্থান করছেন। পুরো গ্রামটি এখন নিশ্চিহ্ন হয়ে গেছে।