মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ-আগামী ২৮শে ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে নীলফামারী জেলার আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান পদ প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক-এড.মমতাজুল হক(আনারস মার্কা) জেলার ডিমলা উপজেলার আরো পাঁচটি ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেছেন।আর এ সময়ে তার মতবিনিময় সভায় স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানসহ সকল ইউপি সদস্যদের স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন ছিলো চোখে পড়ার মতই।
রবিবার (১৮ই ডিসেম্বর) সকাল থেকে তিনি দ্বিতীয়দিনে রাত-৯টা পর্যন্ত উপজেলার অবশিষ্ট আরো পাচটি ইউনিয়ন স্ব-শরীের গিয়ে উক্ত ইউপি সদস্যদের সাথে একান্ত ভাবে মতবিনিময় করেন।
রবিবার দুপুরে ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউপি পরিষদের হলরুমে চেয়ারম্যান-শরিফ ইবনে ফয়সাল মুনের সভাপতিত্বে- বক্তব্য রাখেন, নীলফামারীর উপজেলা পরিষদ চেয়ারম্যান-আবুজার রহমান,নীলফামারী পৌর আওয়ামীলীগের সভাপতি-মসফিকুল ইসলাম রিন্টু,জেলা কৃষকলীগের সভাপতি-অক্ষয় কুমার,
ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা-তবিবুল ইসলাম,উপজলা ছাত্রলীগের সাবেক সাধারন সসম্পাদক উত্তম কুমারসহ উক্ত ইউপি’র সদস্য-সদস্যাগন ও প্রাথী নিজেই।তারপর বিকালে উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের মতবিনিময় সভায় চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে উপরোক্ত ব্যক্তিরা বাদেও বক্তব্য রাখেন,একই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি-মিয়ার উদ্দিন,উক্ত ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক,সরকারদলীয় মনোনীত ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী-ময়নুল হকসহ সকল ইউপি সদস্যগন।
এর আগে সকালে তিনি উপজেলার নাউতরা ইউপিতে ও পরে ধারাহিক ভাবে বাদ মাগরীবে খালিশা চাপানী,বাদ এশারে
ঝুনাগাছ চাপানীতে স্ব-স্ব ইউপি’র চেয়ারম্যানগনের সভাপতিত্বে-মোট পাচটি ইউনিয়ন ভোটারদের (ইউপি সদস্যদের)সাথে মতবিনিময় করেন।এতেও উপজেলার গত শনিবারের পাঁচটি ইউপি সদস্যদের মতই এই পাঁচটি ইউপি সদস্যগন- প্রার্থী এড. মমতাজুল হক কে শুধুমাত্র নিজের ভোট দিয়েই নয়, তাকে আনারস মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে তার সমর্থক হয়ে নিরলস ভাবে কাজ করে যাবার অঙ্গিকার করেন।
এছাড়াও এ সময়ে অন্যান্যদের মধ্যেও উপস্হিত ছিলেন, ডিমলা সদরের ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার,-বালাপাড়া ইউপি চেয়ারম্যান-জহুরুল ইসলাম ভুইয়া,অন্যান্য ইউপি চেয়ারম্যানগন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক-সইদুল ইসলাম,উপজেলা শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক-হামিদুল ইসলাম ভুইয়া,উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক-মহিনুল ইসলাম সুজন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক-এনামুল হক মুন্না, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক-সাইয়েন কাদীর কানন,ডিমলা উপজেলা ছাত্রলীগের সভাপতি-আবু সায়েম সরকার,সহ-সভাপতি আমিনুর রহমান,যুগ্ন সাধারন সম্পাদক-মাসুম পারভেজ রুবেল,কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি-আঃরশিদ লেবু,গুয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি চয়নসহ অনেকেই।
উল্লেখ্যঃএর আগে গত শনিবার জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এড.মমতাজুল হক ডিমলা উপজেলার পাঁচটি ইউনিয়নের ইউপি সদস্যদের সাথে মতবিনিময়য় করেছিলেন আর আজ রবিবার একই উপজেলার বাকী পাঁচটিরও ইউপি সদসস্যদের সাথে মতবিনিময় করলেন।


