
নিজস্ব প্রতিবেদক : পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ে রাজধানীর ডেমরায় দগ্ধ গৃহবধূ রত্নার (১৮) মৃত্যু হয়েছে।
শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত সোমবার দগ্ধ হয়ে রত্নাসহ আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার সন্ধ্যায় ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বলেন, ‘শরীরের ৪৬ শতাংশ পুড়ে যায় রত্নার। এ কারণে চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি।’
উল্লেখ্য, সোমবার ভোর ৪টার দিকে ডেমরা ডগাইর আলামিন রোডের একটি দ্বিতীয় তলার বাড়ির নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন-আলমগীর (৪৫), স্ত্রী ফেরদৌস আরা (৩৫), ছেলে ইমন (১৫), শিপন (১২), তাফিন (২) এবং তার ভাতিজা তোফায়েল (২৪), তার স্ত্রী রত্না (১৭) ও আরিফ (৩৪)।