চবি প্রতিনিধি : পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছেন প্রয়াত দিয়াজ ইরফান চৌধুরীর অনুসারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের নেতা-কর্মীরা।
রোববার থেকে ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে এ অবরোধের ডাক দেওয়া হয়।
দাবিগুলো হলো শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, দিয়াজ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির অপসারণ করা।
দিয়াজ ইরফানের অনুসারী ও চবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কান্তি চৌধুরী বলেন, ‘পাঁচ দফা দাবিতে অবরোধের ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। আমরা সাধারণ শিক্ষার্থীদের এ আন্দোলনে সমর্থন জানিয়েছি।’
এদিকে রোববার সকালে ট্রেনের হোস পাইপ কেটে শাটল ট্রেন অবরোধ করা হয়েছে। ফলে শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে যায়নি।
ষোলশহর স্টেশনমাস্টার সাহাব উদ্দিন বলেন, ‘রোববার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে শাটল ট্রেনের হোস পাইপ কেটে দেওয়া হয়েছে। ফলে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’