পাঁচ মাসের মাথায় বরখাস্ত হকি দলের কোচ

ক্রীড়া প্রতিবেদক : গেল সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ হয়েছিলেন জার্মানির কোচ অলিভার কার্টজ। পাঁচ মাসের মাথায় বরখাস্ত হলেন তিনি। সোমবার বাংলাদেশ হকি ফেডারেশনের ওয়ার্কিং কমিটির বৈঠকে তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মূলত এশিয়া কাপ হকির ক্যাম্প চলাকালীন ফেডারেশনের কাউকে কিছু না বলে বাংলাদেশ ত্যাগ করায় তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হকি ফেডারেশনের মতে কোনো ক্যাম্প চলাকালিন দলের প্রধান কোচের না বলে চলে যাওয়াটা চুক্তি ভঙ্গের সামিল। কার্টজের অবর্তমানে দেশি কোচরাই হকি দলের দায়িত্ব নিবেন বলে জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশন সাধারণ সম্পাদক আবদুস সাদেক।

তিনি বলেন, ‘অলিভার কার্টজ কাউকে কিছু না জানিয়ে চলে গেছেন। তিনি কবে গেছেন, কোথায় গেছেন এবং কবে ফিরবেন কেউ তা জানে না। এভাবে চলে যাওয়াটা চুক্তি ভঙ্গের সামিল। এভাবে চলে গিয়ে তিনি চুক্তি ভঙ্গ করেছেন। তাই তাকে আমরা বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখন স্থানীয় কোচের উপরই আস্থা রাখব। অতীতে স্থানীয় কোচের অধীনেও আমরা ভালো ফলাফল পেয়েছি।’