পাওনা টাকা নিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে

ফেনী প্রতিনিধি : পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে শাহাদাৎ হোসেন ফারুক (২৬) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের মা সবুরা খাতুন। অভিযুক্তের নাম মিজানুর রহমান। ঘটনার পর অভিযুক্ত মিজানুর পালিয়ে গেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফেনীর সোনাগাজীর কাজীরহাটের আওরাইর খিল এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় সবুরা খাতুনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফারুক আওরাইর খিল এলাকার আবু সুফিয়ানের ছেলে ও মিজান করিমুল হকের ছেলে।

পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানায়, সকালে পাওনা টাকা নিয়ে মিজানের সঙ্গে ফারুকের ঝগড়া হয়। একপর্যায়ে মিজান তার ঘর থেকে ছোরা এনে ফারুক ও তার মা সবুরা খাতুনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই ফারুক মারা যায়। আর আশঙ্কাজনক অবস্থায় সবুরা খাতুনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি কর হয়।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক এসআই হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিজানকে আটকের চেষ্টা চলছে।