পাকিস্তানের অপরিণামদর্শী নীতির কারণে সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের অপরিণামদর্শী নীতির কারণে সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড হয়েছে বলে অভিযোগ করেছেন সেক্টর কমান্ডার ফোরামের নেতারা।

শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় দায়বদ্ধতা ও তুরস্ক পাকিস্তানের অবাঞ্চিত প্রতিক্রিয়া’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ অভিযোগ করেন। সভার আয়োজন করে সেক্টর কমান্ডার ফোরাম।

বক্তারা বলেন, পাকিস্তানের নীতির কারণেই সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড হয়েছে। তাই এর দায়-দায়িত্ব তাদেরকেই নিতে হবে।

অনুষ্ঠানে বলা হয়, পাকিস্তান কেবল যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতাই করেনি বরং জঙ্গিদের মদদ দিয়েছে। এ কারণে গত দুই বছরে তিন পাকিস্তানি কূটনীতিককে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছে। ভারতের মাটিতে সন্ত্রাসী হামলা চালিয়ে দেশটি সম্প্রতি কূটনৈতিকভাবে বিচ্ছিন্নতার মুখোমুখি। তুরস্কও এ ধরনের ধৃষ্টতার পরিচয় দিয়েছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের মহাসচিব হারুন হাবিব। সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, প্রাক্তন রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, প্রাক্তন রাষ্ট্রদূত মোহাম্মদ ফারুক, অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন, প্রাক্তন রাষ্ট্রদূত নজরুল ইসলাম, অধ্যাপক মেসবাহ কামাল প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তন রাষ্ট্রদূত আনোয়ারুল আলম।