পাকিস্তানের চাই ১০৮ রান

ক্রীড়া ডেস্ক : পাকিস্তান কি পারবে ইতিহাস গড়তে? পারবে টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়তে?

ব্রিসবেনে দিবারাত্রির টেস্টে ৪৯০ রান তাড়া করতে নামা পাকিস্তান চতুর্থ দিন শেষ করেছে ৮ উইকেটে ৩৮২ রানে। জয়ের জন্য শেষ দিনে পাকিস্তানের চাই ১০৮ রান, অস্ট্রেলিয়ার ২ উইকেট।

পাকিস্তানের জন্য কাজটা বেশ কঠিন। তবে তাদের আশার আলো জ্বালিয়ে রেখেছেন আসাদ শফিক। ছয়ে নেমে দারুণ এক সেঞ্চুরিতে ঠিক ১০০ রানে অপরাজিত আছেন তিনি। ইয়াসির শাহ অপরাজিত ৪ রানে।

অথচ এই টেস্টে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৬৭ রানেই ৮ উইকেট হারিয়েছিল, ইনিংস গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে।

গ্যাবায় ২ উইকেটে ৭০ রান নিয়ে রোববার চতুর্থ দিন শুরু করেছিল পাকিস্তান। ৪১ রান নিয়ে দিন০ শুরু করা আজহার আলী তুলে নেন ফিফটি। ফিফটি করেন শূন্য রান নিয়ে দিন শুরু করা ইউনিস খানও। তৃতীয় উইকেটে দুজন গড়েন ৯১ রানের জুটি। আজহার ৭১ রান করে মিচেল স্টার্কের বলে ম্যাথু ওয়েডকে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে এ জুটি।

পাঁচে নামা অধিনায়ক মিসবাহ-উল-হক অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। দুই অঙ্ক ছোঁয়ার আগেই জ্যাকসন বার্ডের বলে তিনিও ওয়েডকে ক্যাচ দিয়ে ফেরেন। খানিক বাদে বাজে একটি শটে বিদায় নেন ইউনিসও। স্পিনার নাথান লায়নের বল রিভার্স সুইপ করতে গিয়ে স্টিভেন স্মিথের তালুবন্দি হওয়ার আগে ইউনিস করেন ৬৫। পাকিস্তানের স্কোর তখন ৫ উইকেটে ১৭৩।

এরপরই শফিকের লড়াই শুরু। ষষ্ঠ উইকেটে তিনি সরফরাজ আহমেদের সঙ্গে গড়েন ৪৭ রানের জুটি। মিচেল স্টার্কের বলে বোল্ড হওয়ার আগে সরফরাজ করেন ২৪। সরফরাজ ফিরলেও সপ্তম উইকেটে মোহাম্মদ আমিরকে সঙ্গে নিয়ে ৯২ রানের বড় জুটি গড়েন শফিক। ক্যারিয়ার সেরা ৪৮ রান করে আমির ফিরলে ভাঙে এ জুটি।

তখনো দিনের খেলা ১৭ ওভারের মতো বাকি। তবে অষ্টম উইকেটে শফিককে দারুণ সঙ্গ দেন ওয়াহাব রিয়াজ। দুজন প্রায় দিনের খেলা শেষ করেই মাঠ ছাড়তে যাচ্ছিলেন। বার্ডের করা দিনের শেষ ওভারের প্রথম বলে ৩ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন শফিক। কিন্তু তৃতীয় বলে ওয়াহাব (৩০) স্মিথকে ক্যাচ দিলে ভাঙে ৬২ রানের জুটি। দিনের শেষ তিন বল মোকাবিলা করা ইয়াসির ও রাহাত আলী কি পারবেন শেষ দিনে আমির  আর রিয়াজের মতো কিছু করে দেখাতে?