ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে নিজেদের সেরাটা ধরে রেখেছে পাকিস্তান। প্রথম ম্যাচে ৯ উইকেটে জয়ের পর গতকাল দ্বিতীয়টিতে ১৬ রানে জিতেছে দলটি। এর ফলে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে পাকিস্তান।
শনিবার রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানেই শারজিল খানকে হারায় পাকিস্তান। তবে ১ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলে দলটি। বাবর আজম ১৯ রানে ফিরলেও ৪০ রান করে আউট হন আরেক ওপেনার খালিদ লতিফ।
শোয়েব মালিক করেন ৩৭ রান। তবে দলীয় সর্বোচ্চ ইনিংসটি এসেছে অধিনায়ক সরফরাজ আহমেদের ব্যাট থেকে। ৩২ বল মোকাবেলায় ৪ বাউন্ডারিতে ৪৬ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬০ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান।
ক্যারিবীয়দের হয়ে ব্যাট হাতে ব্রাভো, বার্থওয়েট ও বদ্রি একটি করে উইকেট পান।
১৬১ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই পাকিস্তানের শক্তিশালী বোলিং তোপের মুখে পড়েন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। দলীয় ১৯ রানেই ৩ উইকেট হারিয়ে ছন্দহীন হয়ে পড়ে দলটি। সোহেল তানভীর ও হাসান আলীর নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষপর্যন্ত লক্ষ্যে পৌঁছা সম্ভব হয়নি ক্যারিবীয়দের।
২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রানে থেমে যায় তাদের দৌড়। ফলে এ ম্যাচে ১৬ রানে জয় পায় পাকিস্তান।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সুনীল নারিন সর্বোচ্চ ৩০ রান করেন। তাছাড়া আন্দ্রে ফ্লেচার ২৯, ব্রাভো ১৮ ও পোলার্ড সমান সংখ্যাক রান করে আউট হন।