পাকিস্তানের পাঞ্জাবে বড়দিনের উৎসব মৃত্যুর মিছিলে পরিণত হলো

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাবে বড়দিনের উৎসব মৃত্যুর মিছিলে পরিণত হলো।

পাঞ্জাবের মোবারাকাবাদ এলাকায় খ্রিষ্টান সম্প্রদায়ের কিছু লোক একটি পার্টিতে পরিবেশিত মদ পান করেন। কিন্তু মদ ছিল বিষাক্ত। যে কারণে পানকারীদের মধ্যে ২১ জন মারা গেছেন।

এক্সপ্রেস ট্রিবিউনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নাদিম গণমাধ্যমকে জানিয়েছেন, মোবারাকাবাদে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি পার্টিতে বিষাক্ত মদ পানে ২১ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ৫৬ জন। নিহতের মধ্যে ১৯ জন খ্রিষ্টান ও দুজন মুসলিম।

মদ পানের পর অনেকে বমি করতে থাকেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২১ জনের মৃত্যু হয়।

মৃত্যুর কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ। মদ সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তারা।