পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নেই সাকিব

ফিটনেস পরীক্ষায় পাস করার শর্তে সাকিব আল হাসানকে চট্টগ্রাম টেস্টের দলে রেখেছিল বাংলাদেশ। দল ঘোষণার এক দিনের মাথায় জানা গেল—পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নেই বিশ্বসেরা অলরাউন্ডার।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে গতকাল চট্টগ্রাম গেছে বাংলাদেশ ক্রিকেট দল। কাল বিকেলে টেস্ট দলের সদস্যেরা একটি চার্টার্ড ফ্লাইটে করে চট্টগ্রাম যান।

কিন্তু, খেলার জন্য ফিট না হওয়ায় দলের সঙ্গে যাননি সাকিব। গণমাধ্যমকে খবরটি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি জানিয়েছেন, সাকিবের হ্যামস্ট্রিংয়ের ইনজুরি ঠিক হয়নি এখনও। একই সঙ্গে দ্বিতীয় টেস্টেও তাঁকে পাওয়া যাবে কি না, তা নিশ্চিত নন নির্বাচকেরা।

পাকিস্তানের বিপক্ষে ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছিল বিসিবি। দলে চমক দিয়ে দুজনকে নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তাঁরা হলেন—মাহমুদুল হাসান জয় এবং রেজাউর রহমান রাজা। জাতীয় দলের যেকোনো সংস্করণেই প্রথম বার সুযোগ পেলেন এ দুজন।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইয়াসির চৌধুরী রাব্বি, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা।