পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার ভোররাতে বেলুচিস্তানের পাসনি শহর থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের স্থানে এ ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠের ২৫ দশমিক ৯ কিলোমিটার গভীরে ভূকম্পনের কেন্দ্র।

গোয়াদর, মাকরান ও পাসনিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

ডন অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক আসলাম তারেন জানিয়েছেন, ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬ মাত্রার। ভোররাতে ভূকম্পন টের পেয়ে জেগে ওঠে বেলুচিস্তানের মানুষ। ভয় ও আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তা ও ফাঁকা স্থানে বেরিয়ে আসে লোকজন।

মাকরান বিভাগের কমিশনার বশির বানগুলজাই জানিয়েছেন, তার বিভাগে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে প্রত্যন্ত অঞ্চলে উদ্ধারকারীদের দল ও ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে, যেন গ্রামের লোকজনের কোনো বিপদ না হয়।

গোয়াদরের ডেপুটি কমিশনার তোফায়েল বেলুচ জানিয়েছেন, তার বিভাগেও কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি।

কয়েক সপ্তাহ আগে পাকিস্তানের করাচিতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়।