পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা করা বালখিল্যতা

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা করা বালখিল্যতা।

বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আন্দোলনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এদেশের জনগণ যখন সামরিক শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে তখন দুর্ভাগ্যজনকভাবে উচ্চ আদালত সামরিক শাসকদের সমর্থনে দাঁড়িয়েছে। কেউ কেউ প্রধান সামরিক শাসক পর্যন্ত হয়েছে।

ষোড়শ সংশোধনী নিয়ে বিতর্ককে কেন্দ্র করে পাকিস্তানকে টেনে প্রধান বিচারপতি যে মন্তব্য করেছেন তা কেবল অনভিপ্রেতই নয়, অবাঞ্ছিতও বটে।’

শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার ‘স্বাধীনতা হলে’ দলটির মহানগর কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মেনন বলেন, ষোড়শ সংশোধনীর রায়ে সংসদ ও সাংসদের কার্যকারিতা নিয়ে চরম অন্যায় মন্তব্য করা হয়েছে। রাষ্ট্রের তিনটি বিভাগ বিচার বিভাগ, আইন বিভাগ ও নির্বাহী বিভাগের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। সংসদকে হেয় করলে বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাবোধও লোপ পাবে।

সংসদই সংবিধানের প্রণেতা উল্লেখ করে মেনন বলেন, সংসদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা সংবিধানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার শামিল।

তিনি বলেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিএনপি’র তৎপরতা ষড়যন্ত্রমূলক। তারা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মাঝে দূরত্ব সৃষ্টি করতে চায়। অশুভ শক্তিকে ক্ষমতায় আনার জন্য তাদের যে লক্ষ্য এর মাঝ দিয়ে সেটেই পরিপূরণ করতে চায় বিএনপি।

ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহমদ বকুল, কামরুল আহসান, নগর সাধারণ সম্পাদক কিশোর রায়, শাহানা ফেরদৌসী লাকি, জাহাঙ্গীর আলম ফজলু, মুর্শিদা আখতার নাহার, মুর্শিদা আক্তার ডেইজিসহ প্রমুখ।

সাম্প্রতিক বন্যায় সরকারের পাশাপাশি যুব মৈত্রী ও ছাত্র মৈত্রীর বন্যাত্রাণ ও পুনর্বাসন তৎপরতার প্রশংসা করেন মেনন।

সভার শুরুতে শোক প্রস্তাব পেশ করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।