পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় আধাসামরিক ৩ সদস্যের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের কুয়েটায় আত্মঘাতী বোমা হামলায় দেশটির আধাসামরিক বাহিনীর তিন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ২০ জন আহত হয়েছেন। আজ রবিবার একব্যক্তি নিজের মোটরবাইকে থাকা বিস্ফোরক দিয়েই এই বিস্ফোরণ ঘটায়। তাতে ওই হতাহতের ঘটনা ঘটে।

আফগান সীমান্তের কাছাকাছি মিয়ান গান্ডি শহরের ফ্রন্টিয়ার কন্সটাবুলারি গার্ডসের সদস্যদের লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। সেখানে হাজারা শিয়া ব্যবসায়ীরা সবজি বেচা-কেনা করেন।

পুলিশ কর্মকর্তা আজহার আকরাম বলেন, বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন বেসামরিকও রয়েছেন।

পুলিশের কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্টের এক মুখপাত্র হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ওই অঞ্চলে বিভিন্ন সুন্নি ইসলামিক গ্রুপগুলো প্রায়ই বিভিন্ন শিয়া মুসলিমদের ওপর হামলা চালিয়ে থাকে।

সূত্রঃ রয়র্টাস