
পাকিস্তানের পূর্বাঞ্চলে বন্যাদুর্গতদের উদ্ধারকারী একটি নৌকা উল্টে এক ৭০ বছর বয়সী নারী ও চার শিশু প্রাণ হারিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রবিবার এ তথ্য জানিয়েছে।
গত এক সপ্তাহের টানা মৌসুমি বৃষ্টিতে পাঞ্জাব প্রদেশের মধ্য দিয়ে বয়ে যাওয়া তিনটি প্রধান নদীর পানি বেড়ে যায়। কৃষিভিত্তিক এ প্রদেশে পাকিস্তানের প্রায় ২৫ কোটি ৫০ লাখ জনসংখ্যার প্রায় অর্ধেকের বসবাস।
এ দুর্ঘটনা শনিবার রাতে ঘটে জানিয়ে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক ইরফান আলি কাথিয়া স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘রেসকিউ ১১২২ নৌকাটি পানির নিচে থাকা একটি বস্তুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও দুর্ভাগ্যবশত ৫ জন মারা গেছেন।’
বন্যায় নদীতীরবর্তী গ্রামীণ অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও প্রবল বৃষ্টিতে নগর এলাকাও প্লাবিত হয়েছে, যার মধ্যে রয়েছে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের বেশ কয়েকটি অংশ।
দক্ষিণ এশিয়ার মৌসুমি বৃষ্টি কৃষকদের জন্য জরুরি হলেও জলবায়ু পরিবর্তনের কারণে এ প্রাকৃতিক ঘটনা ক্রমেই অপ্রত্যাশিত ও প্রাণঘাতী হয়ে উঠছে।
চলতি মৌসুমি বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে জুন মাস থেকে এখন পর্যন্ত প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে পাকিস্তানজুড়ে ৮৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।