পাকিস্তানে কেন্দ্রীয় সরকার জতীয় পরিষদের সদস্যদের বেতন

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানে কেন্দ্রীয় সরকার জতীয় পরিষদের সদস্যদের বেতন ১৪৬ শতাংশ বৃদ্ধির প্রস্তাব বুধবার অনুমোদন করেছে।

তথ্য ও সম্প্রচার বিষয়ক প্রতিমন্ত্রী মরিয়াম অওরঙ্গজেব সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘জাতীয় পরিষদ ও সিনেট সদস্যদের বেতন ১৪৫ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি করে ৬০ হাজার ৯৬৬ রুপি থেকে দেড় লাখ রুপি করা হয়েছে। এছাড়া জাতীয় পরিষদের স্পিকার ও সিনেট চেয়ারম্যানের বেতন ২৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। স্পিকার ও সিনেট চেয়ারম্যানের বেতন দাঁড়িয়েছে যথাক্রমে ১ লাখ ৬২ হাজার ৬৫৯ রুপি ও ২ লাখ ৫ হাজার রুপি।

এছাড়া ২৩ শতাংশ বাড়ানো হয়েছে উভয় কক্ষের ডিপুটি স্পিকার ও ডেপুটি চেয়ারম্যানের বেতন। তাদের বেতন দাঁড়িয়েছে যথাক্রমে ১ লাখ ৫০ হাজার ৪৫৪ রুপি ও ১ লাখ ৮৫ হাজার রুপি।