পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনে আর কোনো বাধা থাকছে না

বিনোদন ডেস্ক : পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনে আর কোনো বাধা থাকছে না। আজ সোমবার (১৮ ডিসেম্বর) থেকে ভারতীয় সিনেমা পাকিস্তানের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে বলে ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

এ প্রসঙ্গে পাকিস্তানের ফিল্ম এক্সিবিটস অ্যান্ড সিনেমা ওনার্সের চেয়ারম্যান জোরাইশ লাশারি জানিয়েছেন, সাময়িক যে নিষেধাজ্ঞা তারা জারি করেছিল তা তুলে নেওয়া হয়েছে।

সম্প্রতি দুই দেশের তিক্ততার কারণে পাকিস্তানে ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ করা হয়েছিল। কিন্তু গত কয়েক মাসে সিনেমা হলগুলো লোকসানে পড়ে। তারপরই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

বলিউডের সিনেমা নিয়ে পাকিস্তানে বরাবরই উন্মাদনা রয়েছে। বিশেষ করে খানদের সিনেমা মানেই নিশ্চিত হিট। যার কারণে আখেরে পাকিস্তানেরই লাভ। নিষেধাজ্ঞার পর পাকিস্তানের প্রেক্ষাগৃহে এমন কোনো সিনেমা মুক্তি পায়নি, যা থেকে পাকিস্তানি সিনেমা হল মালিকরা লাভবান হয়েছে। এদিকে কিছুদিন পরই মুক্তি পেতে যাচ্ছে আমির খান অভিনীত ‘দঙ্গল’ সিনেমা। তারপরই শাহরুখ অভিনীত ‘রইস’ সিনেমাটি মুক্তি পাবে।