দেশভাগের প্রায় আট দশক পর পাকিস্তানের শ্রেণিকক্ষে ফিরছে প্রাচীন ভাষা সংস্কৃত। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (লুমস) চার ক্রেডিটের একটি সংস্কৃত কোর্স চালু করেছে, যা শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
এনডিটিভি জানিয়েছে, তিন মাসের একটি সাপ্তাহিক কর্মশালার মাধ্যমে এই উদ্যোগের সূচনা হয়। এতে লুমস কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া পাওয়ার পর সেটিকে পূর্ণাঙ্গ কোর্সে রূপ দেওয়া হয়। কোর্সের অংশ হিসেবে শিক্ষার্থীদের মহাভারতভিত্তিক জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকের থিম সং ‘হ্যায় কথা সংগ্রাম কি’-এর উর্দু রূপের সঙ্গেও পরিচয় করানো হচ্ছে।
লুমসের গুরমানি সেন্টারের পরিচালক ড. আলী উসমান কাসমি বলেন, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে সংস্কৃতের এক বিশাল কিন্তু অবহেলিত সংগ্রহ রয়েছে। ১৯৩০-এর দশকে গবেষক জেসিআর উলনার এই পাণ্ডুলিপিগুলোর একটি ক্যাটালগ তৈরি করেছিলেন। তবে ১৯৪৭ সালের পর থেকে পাকিস্তানের কোনো গবেষক এই সংগ্রহ নিয়ে কাজ করেননি। বিদেশি গবেষকরাই মূলত এগুলো ব্যবহার করছেন। দেশীয় গবেষকদের প্রশিক্ষণ দেওয়া গেলে এই পরিস্থিতির পরিবর্তন হবে।
বিশ্ববিদ্যালয়টি ভবিষ্যতে মহাভারত ও ভগবদ্গীতা বিষয়ক আলাদা কোর্স চালুর পরিকল্পনাও করছে। ড. কাসমির আশা করছেন, আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে পাকিস্তানেই গীতা ও মহাভারতের বিশেষজ্ঞ গবেষক তৈরি হবে।


