আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ৪০ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় বুধবার বিকেলে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে ডন অনলাইন।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) পিকে-৬৬১ ফ্লাইটটি বিকেল ৩ টা ৩০ মিনিটে চিত্রল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। বিকেল ৪টা ৪০ মিনিটে ইসলামাবাদের বেনজির ভূট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে এটির অবতরণ করার কথা ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এ ব্যাপারে পিআইএ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়া হয়নি।