পাকিস্তান সুপার লিগে অংশ নিতে যাচ্ছে চীনের দুই ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক : ২২ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়িয়েছে পাকিস্তান সুপার লিগের তৃতীয় আসর। এবারের এই আসরে অংশ নিতে যাচ্ছে চীনের দুই ক্রিকেটার। তারা হলেন জিয়ান লি ও ইউফি ঝাং। পাকিস্তান সুপার লিগের বর্তমান চ্যাম্পিয়ন পেশোয়ার জালমির স্কোয়াডে যুক্ত হতে যাচ্ছেন তারা।

মূলত চীনে ক্রিকেটের প্রসার ঘটাতেই এই উদ্যোগ নিয়েছেন জালমির চীনের প্রতিনিধি আমির সুহাইল আফ্রিদি। গতকাল তিনি এপিপিকে বলেন, ‘আমরা আসলে চীনের দুই ক্রিকেটারকে তাদের ট্যালেন্ট দেখানোর প্লাটফরম দিতে চাচ্ছি। পাশাপাশি তারা যাতে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে পারে সেটি নিয়েও আমরা কাজ করছি।’

আগামীকাল বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জালমির স্কোয়াডে যোগ দিবন চীনের দুই ক্রিকেটার। আগামীকাল কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচ রয়েছে জালমির। পিএসএলের তৃতীয় আসরে তিন ম্যাচে মাঠে নেমে মাত্র ১টিতে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তাতে ছয় দলের মধ্যে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে তারা। দুই ম্যাচ খেলে কোয়েটা গ্লাডিয়েটর্স ১টিতে জিতেছে, হেরেছে একটিতে। পয়েন্ট টেবিলে তারা রয়েছে তৃতীয় স্থানে।