পাক প্রেসিডেন্ট হাউজের বিরুদ্ধে ভাষণ চুরির অভিযোগে মামলা
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে প্রেসিডেন্ট হাউজের বিরুদ্ধে ভাষণ চুরি করে তা হাতবদল করার অভিযোগে মামলা করেছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। শুক্রবার মুহম্মদ সাবিল হায়দার নামের ওই শিক্ষার্থী ইসলামাবাদ হাইকোর্টে এ মামলা করেছে।
মামলায় প্রেসিডেন্টের সচিব, অতিরিক্ত সচিব, পাকিস্তানের ইলেক্ট্রনিক গণমাধ্যমের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে দায়ী করা হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন জানিয়েছে, ১১ বছরের সাবিল ইসলামাবাদ মডেল কলেজ ফর বয়েজে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। প্রেসিডেন্ট হাউজে মুহম্মদ আলি জিন্নার ১৪১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে সাবিলকে বক্তব্য রাখার আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল। সে নিজের ভাষণ লিখে প্রেসিডেন্ট হাউজে পাঠিয়ে দেয় । ২২ ডিসেম্বর তার ভাষণটি রেকর্ড করার কথা ছিল । প্রেসিডেন্ট হাউজে যাওয়ার পর তাকে জানানো হয় যে, সে নয় বরং তার জায়গায় দশম শ্রেণির এক শিক্ষার্থী ভাষণ দেবে। ওই শিক্ষার্থী সাবিলের পাঠানো লিখিত ভাষণটিই পাঠ করবে।
এই ঘটনার পর সাবিলের পক্ষে তার বাবা নাসিম আব্বাস নাসির আদালতে ভাষণ চুরি করে তা হস্তান্তর করার মামলা দায়ের করেন। মামলায় বলা হয়েছে, এর মাধ্যমে সাবিলের মেধাসত্ত্ব চুরি করা হয়েছে।