বিনোদন ডেস্ক : পাখির সাদা পালক ভেদ করে স্বচ্ছ হয়ে পর্দায় আসেন মিমি চক্রবর্তী। অথৈ সাগরের নীল জলের পাশে সাদা গাউন পরনে দাঁড়িয়ে তিনি। এ সময় পাশে এসে হাত বাড়িয়ে দেয় কলকাতার অভিনেতা যশ দাশগুপ্ত।
এ সময় ব্যাকগ্রাউন্ডে বেজে উঠে ‘ঠিক এমন এভাবে/ তুই থেকে যা স্বভাবে’ শিরোনামের গানটি। এমন দৃশ্য দেখা যায় মিমি অভিনীত ‘গ্যাংস্টার’ সিনেমার গানের দৃশ্যে।
গতকাল শনিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে গানটি। গানে মিমি-যশের স্নিগ্ধ ভালোবাসার একটি গল্প দেখানো হয়েছে। এ গানে মিমিকে বেশ অন্তরঙ্গ দৃশ্যেও দেখা যায়। তবে সব কিছু ছাপিয়ে অন্য এক মিমিকে দেখা যায়। নির্মাণে বেশ মুন্সিয়ানা দেখিয়েছেন এই সিনেমার নির্মাতা বিরসা দাশগুপ্ত।
প্রসেনের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। প্রায় দেড় মাস তুরস্কে শুটিং করে কলকাতায় ফিরেছেন এই সিনেমার শুটিং ইউনিট। ছোটপর্দার অভিনেতা যশ মিমির হাত ধরেই বড়পর্দায় পা রাখতে যাচ্ছেন। পূজায় মুক্তি পাবে সিনেমাটি।
দেখুন : প্রকাশিত গানটি
https://youtu.be/nTezcBLW90g