পাখি মারতে বাধা দেওয়ায় বৃদ্ধের উপরে হামলা

জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : পাখি মারতে বাধা দেওয়ায় বৃদ্ধের উপরে হামলা এমনই এক নৃশংস ঘটনা ঘটেছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জমদুয়ারা নামক এক গ্রামে। গত ২০শে আগস্ট বুধবার দুপুরে এই নৃশংস ঘটনাটি ঘটে।
এলাকাবাসীর তথ্য মতে জানা যায়, মোঃ আমজাদ হোসেন(৭৪) নামের ওই বৃদ্ধা  জমি চাষ করতে যান তার কৃষি মাঠে। এ সময় তিনি দেখতে পান, তার  এলাকার পারভেজ তার সহযোগী সজীবকে নিয়ে পাখি মারার চেষ্টা করছে।
এসময় আমজাদ হোসেন নামের ওই বৃদ্ধা তাদেরকে  পাখি মারতে বারণ করেন।তিনি বলেন, তোমরা পাখি মেরো না পাখি আমাদের প্রকৃতির বন্ধু । এই কথা বলার সঙ্গে সঙ্গে সজীব ও পারভেজ ওই বৃদ্ধাকে গালিগালাজ ও মারধর করতে থাকে ।
এক পর্যায়ে পারভেজ একটি লাঠি দিয়ে বৃদ্ধার মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এলাকাবাসী এগিয়ে আসলে পারভেজ ও সজীব তৎক্ষণাৎ পালিয়ে যায়।
 সঙ্গে সঙ্গে এলাকাবাসী মোঃ আমজাদ হোসেন নামের ওই বৃদ্ধাকে উদ্ধার করে উথুলি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
শেষ তথ্য পাওয়া পর্যন্ত জানা গেছে এই বিষয় নিয়ে শিবালয় থানায় একটি  মামলার প্রস্তুতি চলছে।