পাটকুড়া নদী এক ব্যক্তির লাশ উদ্ধার

নেত্রকোনা

নেত্রকোনা প্রতিনিধি : জেলার কেন্দুয়া উপজেলার নওপাড়ায় পাটকুড়া নদী থেকে জয়নাল আবেদিন (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার নওপাড়া ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত জয়নালের বাড়ি কান্দিউড়া ইউনিয়নের পারলা গ্রামে। তার বাবার নাম মৃত রহিম উদ্দিন।

কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ বিকেল ৪টার দিকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ বলা যাবে।