
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতা আবু হেনা মো. এরশাদ হোসেন সাজুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পাটগ্রাম পৌরশহরের দক্ষিণ কোটতলীর ইসলামী আদর্শ বিদ্যা নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ী এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মৃত সবুর উদ্দিনের ছেলে। তিনি পাটগ্রাম-হাতীবান্ধা উপজেলা জামায়াতের সমন্বয়কারী।
লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়ে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আবু হেনা মো. এরশাদ হোসেন সাজু। গত ২৭ ফেব্রুয়ারি পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ‘চেয়ারম্যান’ পদে কাপ-পিরিচ প্রতীকে জামায়াতের সমর্থন নিয়ে নির্বাচন করেছিলেন।
পাটগ্রাম থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আগে ও পরের নাশকতা মামলার পলাতক আসামি আবু হেনা মো. এরশাদ হোসেন সাজুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পাটগ্রাম থানায় একাধিক মামলা রয়েছে।
৫ জানুয়ারির নির্বাচনকে ঘিরে ব্যাপক নাশকতা, অগ্নিসংযোগ, হামলা ও গোলাগুলি হয়। সেই সময় আওয়ামী লীগ নেতা মিন্টুসহ কয়েকটি হত্যাকাণ্ড ঘট