
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাট এলাকায় আটকে পড়েছে পাঁচ শতাধিক যানবাহন।
দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসির কর্মকর্তা জানান, কুয়াশার কারণে সোমবার (৭ ডিসেম্বর) রাত ৯টা থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১১টায় কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় নদীর মাঝে তিনটি ফেরি আটকে পড়ে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলেও জানান তিনি।