পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সীমিত আকারে চলছে ফেরি পারাপার

মানিকগঞ্জ প্রতিনিধি : দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সীমিত আকারে চলছে ফেরি পারাপার।

নদীতে প্রচণ্ড বাতাস ও স্রোত থাকার কারণে বড় ফেরি দিয়ে যানবাহন পারাপার করা সম্ভব হচ্ছে না।

সোমবার বিকেল থেকেই নদী উত্তাল থাকায় ছোট ও মাঝারি আকারের ৬/৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

এদিকে ছোট ফেরি দিয়ে যানবাহন পার করাতে ট্রিপ সংখ্যা কমে যাওয়ায় উভয় ঘাটে যানবাহনের সারি ক্রমেই বাড়ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সকাল থেকে নদীতে প্রচণ্ড বাতাস ও স্রোত ছিল। যে কারণে বড় ফেরিগুলো ঘাটে বেশিক্ষণ থাকতে পারে না। তাই ৬/৭ টি ইউটিলিটি ও কেটাইপ ফেরি দিয়ে যানবাহন পার করা হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) উভয় ঘাট এলাকায় ছোটবড় প্রায় পাঁচ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।