পাত্রী দেখতে গিয়ে এই ৫ পাঁচ টি প্রশ্ন করা একদম ঠিক নয়

লাইফস্টাইল ডেস্কঃ আজ আর সেই দিন নেই যে, আপনার জ্যাঠামশাই আপনার জন্য পাত্রী দেখতে গিয়েছেন আর পাত্রীকে জিজ্ঞাস করছেন সে কচুর শাক রাঁধতে জানে কি না। সেই দিন আর নেই যে পাত্রী আপনাকে সতরঞ্চির উপরে বসে হারমোনিয়াম বাজিয়ে ‘অমি বনফুল গো’ গেয়ে শোনাবেন এর আপনি সিঙ্গারা-রসগোল্লা খেতে খেতে সেটা শুনবেন। তার পরে লাজুক চোখে তাকিয়ে বেবাক বাড়ি ফিরে আসবেন। দিন কাল বদলেছে। কথায় কথায় আজ উঠে আসে ছমছমে শব্দ আর ইঙ্গিত। কিন্তু বিয়ের সম্বন্ধ দেখতে গিয়ে কতটা সাবলীল হওয়া যায়, সেটা কি ভেবে দেখেছি আমরা?

 

না, এখানে কোনও লাইফস্টাইল-বিশেষজ্ঞ বা রিলেশনশিপ এক্সপার্টকে জড়ানোর দরকার নেই। নিজে একটু ভাবতে বসলেই উঠে আসবে এই ৫টি প্রশ্ন, যা পাত্রীকে প্রথম ঝাঁকিতে না করাই মঙ্গল।

 

  • পাত্রীর কোনও অ্যাফেয়ার ছিল কি না, একেবারেই সঙ্গত প্রশ্ন নয়। মনে রাখবেন, অ্যাফেয়ার বিয়ের পরেও থাকতে পারে। তখন তাকে নিয়ে আপনার কিছু করার থাকবে না।

 

  • পাত্রীর বন্ধু বা বান্ধবীদের কথা জানতে চাওয়াটাও সংগত নয়। বিয়ের পরে সে সব আপনি স্বাভাবিক ভাবেই জানতে পারবেন।

 

  • বিয়ের কতদিন পরে সন্তান চান— ঘোরতর অসংগত প্রশ্ন। তবু অসংখ্য ভারতীয় পুরুষ এই প্রশ্নটি পাত্রীকে করে থাকেন।

 

  • আপনি বাচ্চা কতটা পছন্দ করেন— এই প্রশ্নও সমীচীন নয়। এই অনুষঙ্গে শরীরী প্রসঙ্গ উহ্য থাকলেও অনুপস্থিত থাকে না।

 

  • সারাদিন তিনি কী করেন, এমন প্রশ্ন কদাচ প্রথম সাক্ষাতে করবেন না। পাত্রীকে বোঝান, আপনি তাঁর ব্যক্তিগত পরিসরে ঢুঁসিয়ে ঢুকতে চান না।

মনে রাখবেন, যে কোনও সম্পর্কই দাঁড়িয়ে থাকে পারস্পরিক শ্রদ্ধার উপরে। দাম্পত্যও তা-ই।