পাথর চুরি কান্ড: বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের সরিয়ে নেয়া হচ্ছে

সিলেটের সাদাপাথর কাণ্ডে এবার ‘বিতর্কিত’ পুলিশ কর্মকর্তাদের সিলেট থেকে সরিয়ে নেয়া হচ্ছে। পুলিশ হেডকোয়ার্টার থেকে
একেক করে তাদের বদলির আদেশ আসছে। এর আগে সাদাপাথর লুটের ঘটনার পর সিলেটের মাঠ পর্যায়ের ২২ পুলিশ কর্মকর্তা ও সদস্যের বদলি করা হয়েছিল। রোববার এসেছে কোম্পানীগঞ্জ থানা ওসি উজায়ের আল মাহমুদ আদনানের আদেশ। গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদও সিলেট থেকে চলে যাচ্ছেন। গত ৮ মাসে সিলেটে রেকর্ড সংখ্যক পাথর ও বালু লুটের ঘটনা ঘটে। আর এসব লুটের ঘটনায় সবচেয়ে বেশি আলোচনায় আসে পুলিশের কর্মকাণ্ড। গোয়াইনঘাটের পূর্ব জাফলং ও মধ্য জাফলং বিটের দুই সাব-ইন্সপেক্টর উৎসব কর্মকার ও ওবায়দুল্লাহ ছিলেন আলোচনার শীর্ষে। তারা গত ২৫শে আগস্ট এক আদেশে বদলি হয়েছেন। তবে সাদাপাথর লুটের ঘটনার পর দুর্নীতি দমন কমিশন-দুদকের যে তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে দেখা গেছে; পাথরকাণ্ডে সিলেটের ডিসি ও এসপি টাকার ভাগ পেতেন। এ ছাড়া কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের পুলিশের কর্মকর্তারাও এতে জড়িত। এরপর থেকে পুলিশের ভেতরে অস্থিরতা বিরাজ করছিল বলে জানিয়েছেন জেলা পুলিশের এক কর্মকর্তা।

তিনি মানবজমিনকে জানিয়েছেন- সিলেটের পাথর ও বালু লুটের ঘটনা বন্ধ করতে গিয়ে মাঠ পর্যায়ে পুলিশকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। পাথর ও বালুখেকোরা নানা সময় পুলিশ কর্মকর্তাদের বিতর্কিত করার চেষ্টা চালায়। এতে করে পুলিশের ভেতরে মনোবলও নষ্ট হয়। পাশাপাশি লোকবল সংকট রয়েছে। দুটি থানায় যে লোকবল রয়েছে সেগুলো দিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা সম্ভব ছিল না। তবুও টাস্কফোর্সের অভিযানকে গুরুত্ব দিয়ে ফোর্স পাঠানো হয়েছে। কোম্পানীগঞ্জ থেকে বদলি হওয়া ইউএনও আজিজুন্নাহার পাথর লুট ঠেকাতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহযোগিতার বিষয়টি বারবারই জানিয়েছিলেন। তিনি বলেছিলেন- পুলিশ ও বিজিবি’র তাৎক্ষণিক সহযোগিতা পাওয়া যায়নি। পুলিশের পাওয়া গেলেও বিজিবি’র অনুমতি নিতে হতো সিলেট সেক্টর থেকে। ফলে সমন্বয়হীনতা ছিল।

এ কারণে প্রায় সময় অভিযান জোরালো করা যায়নি। তবে ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে ইউএনও আজিজুন্নাহার আগেই কোম্পানীগঞ্জ ছেড়েছিলেন। বাকি ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান। তার বিরুদ্ধে পাথর লুটপাটকারীদের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে। এ ছাড়া সাব-ইন্সপেক্টররা প্রায় সময় ওসিকে ডিঙিয়ে মাঠ পর্যায়ে দুর্নীতিতে জড়িয়ে পড়তেন। ওসি আদনান সম্পর্কে দুদকের প্রতিবেদনে বলা হয়েছে- তিনিসহ সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা অবৈধ পাথর ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের কমিশন গ্রহণ করে সাদা পাথর লুটপাটে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। কোম্পানীগঞ্জ থেকে বদলি করার পর নতুন ওসি নিয়ে আসা হয়েছে শেখ রতনকে। তিনি সিলেটের ট্যুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন। জাফলং, সাদাপাথর সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। বর্তমানে তিনি শরীয়তপুরের শিবচর থানার ওসি হিসেবে কাজ করছেন।

বদলি হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ওসি আদনান নিজেই। তবে গতকাল বিকালে পর্যন্ত তিনি আদেশ হাতে পাননি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এদিকে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদকে বদলি করা হয়েছে। সরকার তোফায়েল আগে দীর্ঘদিন পুলিশ হেডকোয়ার্টারে কাজ করেছেন। ওখান থেকে তাকে সিলেটের গোয়াইনঘাট থানার ওসি করা হয়েছিল। তিনি ফের হেডকোয়ার্টারে যেতে নিজ থেকে লবিং চালাচ্ছিলেন। কয়েক মাস আগে নিজেই হেডকোয়ার্টারে আবেদন করে রেখেছিলেন। তার সেই আবেদনে এখন সাড়া দিয়েছেন হেডকোয়ার্টারের কর্মকর্তারা। ওসি সরকার তোফায়েল আহমদ জানিয়েছেন- তিনি শুনেছেন বদলির কথা। তবে এখনো কাগজপত্র হাতে পাননি। তবে গোয়াইনঘাট থানায় নতুন ওসি কে আসছে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। গত ২৫শে আগস্ট পাথর লুটকাণ্ডে আলোচিত কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানায় কর্মরত ১১ জন এসআই ও এএসআইকে বদলি করা হয়েছিল।

জেলা পুলিশের, কোম্পানীগঞ্জ থানার তিনজন এসআই ও একজন এএসআই এবং গোয়াইনঘাট থানার চারজন এসআই ও তিনজন এএসআইকে অন্য থানায় বদলি করা হয়েছে। বদলি হওয়া অন্যরা বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার থানা এবং গোলাপগঞ্জের কুশিয়ারা পুলিশ তদন্তকেন্দ্র ও সিলেটের মোটরযান শাখায় কর্মরত আছেন। বদলি হওয়া ২২ জনের মধ্যে ১৩ জন এসআই, ৭ জন এএসআই এবং ২ জন কনস্টেবল রয়েছেন। কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানা থেকে ১১ জনকে অন্যত্র বদলি করার পাশাপাশি জেলার অন্য থানা থেকে এ দুটি থানায় বদলি করা হয়েছে ৯ জনকে। এর মধ্যে তিনজনকে কোম্পানীগঞ্জ থানায় এবং ছয়জনকে গোয়াইনঘাট থানায় যোগদানের নির্দেশনা দেয়া হয়। জেলা পুলিশের কর্মকর্তারা ওই বদলিকে রুটিন বদলির কথা জানিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টারের সূত্র জানিয়েছে- সিলেট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন বদলির তালিকায়। তাদের পর্যায়ক্রমে সিলেট থেকে সরিয়ে নেয়া হবে। তাদের জায়গায় নতুনদের নিয়োগ দেয়া হবে। নির্বাচনের আগে যাতে আর নতুন করে রদবদল করতে না হয় সে বিষয়টি লক্ষ্য রাখছে হেডকোয়ার্টার।