পানগুছি নদীতে ফেরি চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদী পারাপারের একমাত্র ফেরিটি টানা এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

ঘাটের পন্টুন ও নতুন করে ৩০ ফুট রাস্তা নির্মাণের জন্য শুক্রবার সকাল থেকে ফেরি বন্ধ করে দেয় সড়ক ও জনপথ বিভাগ। আর এই ফেরি বন্ধ করায় ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ বিভিন্ন জেলা শহরের সঙ্গে পরিবহনে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার মানুষের দুর্ভোগ বেড়েছে।

মোরেলগঞ্জ ও শরণখোলা থেকে প্রতিদিন অন্তত ৩২টি পরিবহন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলা শহরের উদ্দেশে ছেড়ে যায়। ওই গাড়িগুলো বৃহস্পতিবার রাতে মোরেলগঞ্জ ফেরির পশ্চিম পাড়ে সরিয়ে রাখা হয়েছে।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ বলেন, পানগুছি নদীর দুপ্রান্তে চর পড়ে গেছে। এ জন্য ৩০ ফুট রাস্তা নির্মাণ করে নতুন পন্টুন স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ফেরি বন্ধ থাকার বিষয়ে মাইকিং করে জানানো হয়েছে।