পানশির দখলের দাবি তালেবান যোদ্ধাদের

গোটা আফগানিস্তান দখল করলেও দেশটির পানশির প্রদেশ নিয়ে তীব্র লড়াইয়ের মুখোমুখি হতে হয় তালেবান যোদ্ধাদের।

যদিও এরই মধ্যে পানশিরের সব জেলা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তালেবান, তবে প্রদেশটির কেন্দ্রীয় শহরে এখনও লড়াই অব্যাহত রয়েছে।

তালেবানের সাংস্কৃতিক কমিশনের উপপ্রধান আহমাদুল্লাহ ওয়াসিক পুরো পানশির দখল হয়েছে বলে দাবি করেন। খবর টোলো নিউজের।

তিনি বলেন, “পানশিরের সব জেলা ইতোমধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান যোদ্ধারা। এখন শুধুমাত্র কেন্দ্রীয় শহর বাজারাকে লড়াই চলছে।”
এদিকে, সোমবার এক বিবৃতিতে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “এই বিজয়ের মধ্যদিয়ে আফগানিস্তান এখন পুরোপুরি যুদ্ধের জঞ্জাল মুক্ত হলো।” খবর এএফপি’র।