
আব্দুল আলীম, চৌগাছা-যশোরঃ যশোরের চৌগাছা উপজেলায় পানিতে ডুবে ষাটোর্ধ্ব বয়সী পাচি নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে ।
এলাকার এবং পারিবারিক সূত্রে জানা যায় ষাটোর্ধ্ব পাচি ছিলো নারায়ণপুর ইউনিয়নের গুয়াতলী গ্রামের বিশে নামে ব্যক্তির স্ত্রী এবং কিছুটা মানসিক রুগী ছিলো । শুক্রবার (৩০ নভেম্বর) বেলা এগারো টার দিক থেকে তিনি নিখোঁজ ছিলেন । দুপুরের দিকে ইট ভাটার শ্রমিকরা পাশের পুকুরে গোসলের জন্য গেলে মরা লাশ ভাসতে দেখলে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে । স্থানীয়রা বিশের স্ত্রী পাচি বলে সনাক্ত করে । যেহেতু বৃদ্ধা মানুসিক ভারসাম্যহীন রুগী ছিলো বলে প্রশাসনের অনুমতি নিয়ে দ্বো-বিলা শ্মশানঘাটে মরাদেহের শেষকাজ সম্পূর্ণ করা হয় । চৌগাছা থানার উপ পরিদর্শক সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।