ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড়-ঘি ঘাটি গ্রামে পানিতে ডুবে আব্দুল্লাহ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আব্দুল্লাহ একই গ্রামের মাহাতাব আলীর ছেলে।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, মাহাতাব আলীর ছেলে আব্দুল্লাহ বাড়ির পাশে হেঁটে হেঁটে খেলছিল। খেলার এক পর্যায়ে সে পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।