পানির নিচে প্রায় ২৫২০ হেক্টর জমির ফসল

হবিগঞ্জ প্রতিনিধি : টানা বৃষ্টিতে উজানের ঢলের পানি নেমে আসায় হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানের নিম্নাঞ্চলের ইরি-বোরো ধানের জমি তলিয়ে গেছে।

বৃষ্টি থামছে না। নতুন নতুন এলাকার ধানক্ষেত তলিয়ে যাচ্ছে। এতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। ইতোমধ্যে জেলার বানিয়াচঙ্গ, লাখাই, নবীগঞ্জ ও আজমিরীগঞ্জসহ বিভিন্ন হাওর এলাকায় প্রায় ২৫২০ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। আরও তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষি বিভাগ সূত্র জানান, চলতি বোরো মৌসুমে জেলায় ১ লাখ ১৬ হাজার ৫১০ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের চাষ করা হয়েছে। এর মধ্যে বেশির ভাগ বোরো জমি বানিয়াচঙ্গ, আজমিরীগঞ্জ, লাখাইয়ে। টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পানি প্রবাহিত হয়ে জেলায় এ পর্যন্ত প্রায় ২৫২০ হেক্টর জমির ধান গাছগুলো তলিয়ে গেছে। তবে পানি আর না বাড়লে এ জমির ধান অনেকাংশে রক্ষা পাবে।

এ ব্যাপারে হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুর রহমান জানান, এ পর্যন্ত জেলার ২৫২০ হেক্টর ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে। যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে আরও তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে আর বৃষ্টি না হলে দ্রুত পানি নেমে গেলে আশা করা যায় জমির ধান রক্ষা পাবে।

তিনি বলেন, যে সব এলাকায় ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে, সেগুলো নির্মাণের জন্য তারা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহিদুল ইসলাম জানান, হবিগঞ্জের ৪৫৪ কিলোটার বাঁধ রয়েছে। এর মধ্যে আজমিরীগঞ্জ এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। আজমিরীগঞ্জ এলাকায় বিপদসীমার ১৩৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।