পানির পাইপলাইনের ভেতর বিদ্যুৎ লাইন, বরুয়া বাগানবাড়ি–গোলগোল্লা মার্কেটে মৃত্যুঝুঁকি

এস.এম.নহিদ: রাজধানীর খিলক্ষেত বরুয়া বাগানবাড়ি থেকে গোলগোল্লা মার্কেট সড়কে চলমান উন্নয়নকাজ এখন সরাসরি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। নতুন করে বসানো পানির পাইপলাইনের ভেতর দিয়েই নেওয়া হয়েছে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন যা যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে।

পাইপলাইনের বক্সের ভেতরে জমে থাকবে পানি। আর সেই বক্সের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ লাইন। নেই কোনো সুরক্ষামূলক ব্যবস্থা, ইনসুলেশন বা আলাদা চ্যানেল। পানির পাইপলাইনের ভেতর বিদ্যুৎ লাইন রাখা চরম অবহেলা ও ভয়ংকর সিদ্ধান্ত। সামান্য লিকেজ, বৃষ্টি বা অসাবধানতাই ডেকে আনতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা। অথচ ঝুঁকিপূর্ণ এই কাজ চলছে প্রকাশ্যেই কোনো তদারকি বা জবাবদিহি ছাড়াই।

স্থানীয় বাসিন্দারা বলছে, এটি উন্নয়ন নয়, বরং মানুষ মারার ফাঁদ। দ্রুত বিদ্যুৎ লাইন অপসারণ করে জননিরাপত্তা নিশ্চিত না করলে অদুর ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা অনিবার্য বলে আশঙ্কা এলাকাবাসীর।