পরিবেশ ও উন্নয়ন একে অপরের পরিপূরক বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, উন্নয়নের প্রতিটি পর্যায়ে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক এবং ফার্মগেটের শহীদ আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে বলে জানান তিনি। সোমবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) স্বাধীনতা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তি এবং টেকসই উন্নয়নে তাদের অংশগ্রহণ আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করে তোলে এবং তাদের মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়।
উপদেষ্টা বলেন, ঢাকায় ২৫টি খাল শনাক্ত করা হয়েছে। পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে আমরা (সরকার) নতুন করে ভাবছি।
একটা সময় পানিতে মাছের তুলনায় মাইক্রোপ্লাস্টিকের পরিমাণই বেশি থাকবে বলে আশঙ্কার কথা বলেন তিনি। তাই উন্নয়নের কাঠামো পাল্টিয়ে পরিবেশের কথা বিবেচনা করে টেকসই উন্নয়ন নিয়ে ভাবার আহ্বান জানান উপদেষ্টা। ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধের কথাও বলেন তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, প্লাস্টিকের বোতল ও পলিথিন ব্যবহারের কারণে খাবারে ও মায়ের দুধের সঙ্গে মাইক্রোপ্লাস্টিক মিশে যাচ্ছে। এ অবস্থায় চটের ব্যাগকে আমরা পলিথিনের ব্যাগের বিকল্প ভাবতে পারি।