পাপুয়া নিউ গিনিতে কারাগার থেকে পালানোর সময় রক্ষীদের গুলিতে ১৭ বন্দি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পুলিশের প্রধান অ্যান্থনি ওয়াগাম্বি বলেছেন, পলাতকদের অধিকাংশকেই গুরুতর অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়েছিল। তারা কারাগারে বিচারের অপেক্ষায় ছিল।

প্রসঙ্গত, পাপুয়া নিউ গিনির কারাগারগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি রাখা হয় এবং এগুলোর অবস্থা খুবই নাজুক। ২০১৬ সালে কারাগার থেকে ৭০ জনেরও বেশি বন্দি পালিয়েছিল। ওই সময় নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হয় ১১ বন্দি।

পাপুয়া নিউ গিনিতে কারাগার থেকে পালানোর সময় রক্ষীদের গুলিতে ১৭ বন্দি নিহত হয়েছে। দেশটির বুইমো কারাগারে এ ঘটনা ঘটেছে বলে সোমবার বিবিসি জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, তিন বন্দিকে আটক করা সম্ভব হয়েছে। তবে ৫৭ বন্দি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদেরকে আটক করতে অভিযান চলছে।

কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, পলাতক এসব বন্দিদের অনেকের মামলা বিচারাধীন রয়েছে। তারা এলাকার জন্য বিপজ্জনক হয়ে দেখা দিতে পারে।

পাপুয়া নিউ গিনির দ্বিতীয় বৃহত্তম শহর লায়ে অবস্থিত কারাগারটিতে এর আগেও কয়েকবার বন্দি পালানোর ঘটনা ঘটেছে।