পাবনায় অবাধে পোনা নিধনের মহোৎসব

মো: আব্দুল হান্নান, বেড়া (পাবনা ) ঃ পাবনা জেলার পদ্মা,যমুনা, বড়াল ও হুরাসাগর নদীতে চলতি বর্ষা মৌসুমে পানি বাড়ার সঙ্গে সঙ্গে পোনামাছ নিধনের মহোৎসব শুরু হয়েছে। সরকারি আইন অমান্য করে বিভিন্ন জাতের পোনামাছ নিধন করে জেলার বিভিন্ন হাট-বাজারে এক শ্রেনীর অসাধু জেলেরা প্রকাশ্যে বিক্রী করলেও সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃপক্ষের এতে কোন মাথা ব্যথা নেই। এবার আগাম বন্যা হওয়ায় মা মাছগুলো নিরাপদে ডিম ছাড়তে পেরেছে। বর্তমানে ছোট ছোট পোনা মাছগুলো জলাশয়ে এক সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আর এ পোনা মাছগুলো বিশেষ করে ঝাঁক বেঁধে থাকা দেশীয় প্রজাতির বোয়াল, আইড়, রুই, কাতলা, মৃগেল , চিথল, বাচা ও কার্প জাতীয় মাছের পোনা মাছগুলো বাদাই,কারেন্ট ও মশারি জালগুলোতে ধরা পড়ছে।

পাবনার বেড়া সহ জেলার বিভিন্ন উপজেলার হাট বাজার গুলোতে ঘুরে দেখা গেছে, সরকারি কোন তৎপরতা না থাকায় প্রকাশ্যে বাজারে পোনা মাছগুলো অবাধে বিক্রী হচ্ছে। জেলার পদ্মা, যমুনা , হুরাসাগর সহ বিভিন্ন নদীর বিভিন্ন পয়েন্টে মাঝে মধ্যে পোনা মাছ নিধনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাঝে মধ্যে অভিযান চালিয়ে কারেন্ট, বাদাই ও মশারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া সহ অর্থ দন্ড করা হলেও পোনা নিধন থমছেনা কিছুতেই । ফলে আগামীতে মাছের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সচেতন মহল মনে করছেন। সরকারি ভাবে জেলার বিভিন্ন নদ-নদী ও বিলাঞ্চলে মাছের প্রজনন বাড়াতে প্রতি বছর লাখ লাখ টাকার পোনা মাছ অবমুক্ত করলেও অবৈধ মৎস্য শিকারীরা কারেন্ট, বাদাই ও মশারি জাল দিয়ে অবাধে পোনা মাছ নিধন মহোৎসবে মেতে উঠেছে। আর এতে সাবার হচ্ছে দেশীয় বিভিন্ন জাতের মাছ।

বেড়া উপজেলার কাজিরহাট এলাকার জনৈক মাছ ব্যবসায়ি নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিনিধিকে জানান, সংশ্লিষ্ট কতিপয় প্রশাসনকে ম্যানেজ করে এক শ্রেনীর অসাধু জেলেরা যমুনা,পদ্মা ও হুরাসাগর নদীতে কারেন্ট, বাদাই ও মশারি জাল দিয়ে প্রতিদিন প্রচুর পরিমাণে পোনা মাছ ধরে জেলার বিভিন্ন স্থানের মাছের আরতে নিয়ে গিয়ে বিক্রী করছে নির্ভয়ে। অথচ এ পোনা মাছ নিধন বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহন করছেন না বলে সচেতন মহল মনে করছেন। এ ব্যাপারে পাবনা জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, জেলার বিভিন্ন উপজেলার নদ-নদী ও জলাশয় গুলোতে পোনা নিধনের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। তবে একশ্রেনীর অসাধু জেলেরা রাতের অন্ধকারে বিভিন্ন জাল দিয়ে পোনা শিকার করার অভিযোগ আছে। তিনি আরো জানান, অচিরেই জেলার বিভিন্ন উপজেলার মাছের আরত সহ বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে পোনা মাছ বিক্রী বন্ধের জন্য।