আসাদুজ্জামান বিকাশ : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩০ ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠান শুরুতেই বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।
পরে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুল ইসলাম,জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, বৈষম্য ছাত্র আন্দোলনের নারী সমন্বয়ক সিরাজুম মুনিরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ডঃ জামাল উদ্দিন, সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান,এ যে ইসলামী আন্দোলন পাবনা জেলা শাখার সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকী,গন অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন মাস্টার।