
পাবনায় পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে আহত রনি মন্ডল (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইমন হোসেন (২৭) নামের একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ মে) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, রোববার (২৫ মে) রাত ১২টার দিকে পাবনা সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় তিনি ছুরিকাহত হন।
নিহত রনি মন্ডল সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর-আশুতোষপুর লঞ্চঘাট পশ্চিমপাড়া এলাকার জাহাঙ্গীর মণ্ডলের ছেলে। আর আটক ইমন একই উপজেলার চর-আশুতোষপুর লঞ্চঘাট এলাকার শুকুর আলীর ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রনি ও ইমনের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার রাতে লঞ্চঘাট এলাকায় ইমন কৌশলে রনিকে ডেকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা রনিকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, রোববার দিবাগত রাত চারটার দিকে রনি মন্ডলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম জানান, এই ঘটনার পরপরই রাতে অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে। রনিকে কেন ছুরিকাঘাত করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।