পাবনায় মিরর গ্রুপের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আসাদুজ্জামান বিকাশ: পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার অন্তর্গত নগরাড়ি নৌবন্দর ঘাটে শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫ সামাজিক দ্বায়বদ্ধতা থেকে সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় মিরর গ্রুপ এর পক্ষথেকে অসহায় সাধারন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রহামান হাবিব বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও আহবায়ক পাবনা জেলা বিএনপি। তিনি বলেন বাংলাদেশের উত্তরাঞ্চলে শীত বেশি হওয়ায় সাধারণ মানুষের জীবন যাপন ব্যাহত হচ্ছে , তারই ধারাবাহিকতায় বেড়ার কৃতি সন্তান প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন ব্যবস্থাপনা পরিচালক মিরর গ্রুপ এক মহতি উদ্যোগ গ্রহণ করায় সাধূবাদ জানান ও এই রকম সামাজিক কার্যক্রম প্রতিষ্ঠানটি আগামিতেও চলমান রাখবে।

তিন তিন বারের সাবেক প্রধান মন্ত্রী বিএনপির সভানেত্রী দেশরত্ন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা, সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ দেশবাশির সকলের জন্য মঙ্গল কামনা করেন। দেশে গণতান্ত্রিক সরকার সুপ্রতিষ্ঠিত করার লক্ষে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন দাবি করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সিদ্দিকুর রহমান সিদ্দিক চীফ অ্যাডভইজার মিরর গ্রুপ ও সাবেক সদস্য সচিব পাবনা জেলা বিএনপি। তিনি বলেন মিরর গ্রুপ সামাজিক কার্যক্রম ও অসহায় মানুষের বিপদ আপদে সবসময় পাশে দাড়ায় আগামিতেও পাশে দাড়াবে।

প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন ব্যবস্থাপনা পরিচালক মিরর গ্রুপ এর সার্বিক ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে তিনি বলেন আমি আপনাদের সন্তান হিসেবে বেড়া উপজেলার পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ ও প্রয়োজনীয় তথ্য আদান প্রদান, এলাকার সকলের সাথে মিলবন্ধন তৈরি এবং বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। বিগত করনা মহামারির সময় এলাকায় ত্রাণ সামগ্রী,সেনেটারী,মাস্ক,ঔষধ ও শীত বস্ত্র সহ প্রয়োজনীয় উপকরন বিতরন করেছি। অসহায় মানুষের বিপদ,আপদে সবসময় পাশে দাড়াই, আগামিতেও আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।