
কামরুজ্জামান টিপু, পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর বাজারে অস্ত্রের মুখে চাঁদাবাজি ও ডাকাতির চেষ্টাকালে দুই যুবককে হাতে-নাতে আটক করেছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ। ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ জুলাই ২০২৫) সন্ধ্যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাশীনাথপুর বাজারের খাঁন এজেন্সির শামসুল খাঁনের চাউলের দোকানে ওই দুই যুবক পিস্তল ঠেকিয়ে টাকা ও চাঁদা দাবি করে। তাদের আচরণে দোকানি এবং আশেপাশের লোকজন দ্রুত সচেতন হয়ে যায় এবং সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে স্থানীয় দোকানদার ও পথচারীরা মিলে দুই যুবককে আটক করতে সক্ষম হন।
পরে এলাকাবাসী আটককৃত ডাকাতদের সাঁথিয়া থানার পুলিশ সদস্যদের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে থানার একটি সূত্র জানায়, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাশীনাথপুর বাজারের ব্যবসায়ীদের মাঝে এ ঘটনায় চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে তারা সাহসিকতার সঙ্গে ডাকাতদের ধরার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানান এবং বাজারে নিরাপত্তা জোরদারের দাবি জানান।